সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ মোজাফফর) কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সকালে উপজেলার খড়মা বাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাপের ময়মনসিংহ বিভাগের সভাপতি ও দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী সুরুজ্জামান। এতে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ন্যাপের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ন্যাপের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম ও উপজেলা ন্যাপের সাধারণ সম্পাদক সুলতান মিয়াসহ আরো অনেকেই।
কর্মী সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের পরে তারা উপজেলার খড়মা, দিগলকান্দীসহ বিভিন্ন বাজারে কুড়ে ঘর মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।