বকশীগঞ্জের ছয় বিএনপি নেতা-কর্মীর জামিন লাভ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ছয় নেতা-কর্মী। ১৬ অক্টোবর দুপুরে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. হাবিবুল গনি ও বদরুজ্জামানের দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন মেরুরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম পুলক, বগারচর ইউনিয়ন বিএনপির আহ্বাক শফি আলম, সাহেব আলী, আবুল কালাম আজাদ, বছির উদ্দিন ও মো. নয়ন মিয়া।

এর আগে গত ১ সেপ্টেম্বর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৌর এলাকার মালিবাগ মোড় এলাকায় ভাংচুর ও সরকারি কাজে বাধা সৃষ্টি করার অভিযোগ এনে আটজনকে নামীয় ও অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এই মামলার নামীয় অনেক আসামি রাজনীতি করেন না কিন্তু তাদেরকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিএনপি নেতা কর্মী ও অন্যান্য আসামিরা জামিনের আবেদন করলে হাইকোর্ট ডিভিশন ছয়জনের জামিন মঞ্জুর করেন।