সুলতাননগরে বালু তোলার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার সুলতাননগরে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ অক্টোবর এ অভিযান চালানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক জামালপুর সদরের সুলতাননগরে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে স্থানীয় মো. আব্দুল মালেক ও আমানউল্লাহ আকাশকে ১ লাখ টাকা জরিমানা করেন।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম একই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় নোমান রেজা সুলতানী তারাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ও ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত ওই তিন ব্যক্তিকে এ জরিমানা করেন।