জামালপুরে ৪ জন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের বাইপাস মোড়ে ১৪ অক্টোবর অভিযান চালিয়ে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোয় চারজন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসাদুজ্জামান এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অভিযোগে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৭, ১৩৮ ধারায় চারজন চালককে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৪০০ টাকা আদায় করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন জামালপুরের দামদরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম, বাগেরহাটা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোজ্জাম্মেল হক, গোলাপবাগ এলাকার মৃত শাহ আলমের ছেলে সুমন ও গহেরপাড়া এলাকার মৃত ওসমান গণির ছেলে হাকিম।

অভিযোগকারী জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।