বকশীগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুুলিশ। ৭ অক্টোবর রাতে উপজেলার রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ৮ অক্টোবর তাকে জামালপুর আদালতে পাঠানো হয়।
বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়না নিয়ে পলাতক ছিলেন আলী আহমদ (৩০) নামে এক যুবক। তিনি বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের বদর পানাতিয়ার ছেলে। ৭ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমানের নির্দেশে এএসআই রফিজ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আলী আহমদকে ৮ অক্টোবর জামালপুর আদালতে পাঠানো হয়।