জামালপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

ফিতা কেটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের মতো ৭ অক্টোবর জামালপুরেও শুরু হয়েছে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ। একই সাথে পালিত হয় বিশ্ব শিশু দিবস। বিশ্ব শিশু দিবস ও সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলার চিঠি ডটকম

জেলা শিশু সংগঠক সুলতানা আহম্মেদ স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজিব কুমার সরকার, জিলা স্কুলের প্রধান শিক্ষক শাসছুন নাহার মাকছুদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, অপরাজেয় বাংলাদেশের আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, জিলা স্কুলের ছাত্র তৌহিদুল ইসলাম যুবরাজ প্রমুখ।

পরে অপরাজেয় বাংলাদেশ এর শিশুরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।