সানন্দবাড়ীতে সোনালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

সানন্দবাড়ী প্রতিনিধি ॥
সোনালী ব্যাংক লিমিটেড সানন্দবাড়ী বাজার শাখা প্রকাশ্যে (ক্যাম্পের মাধ্যমে) কৃষি ও পল্লী ঋণ বিতরণ করছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের বারান্দায় ৪ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে হাতীভাঙ্গা, পাররামরামপুর, ডাংধরা ও চর আমখাওয়া ইউনিয়নের ১৫ জন কৃষকের মাঝে ক্যাম্পের মাধ্যমে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।

সোনালী ব্যাংক লিমিটেড সানন্দবাড়ী বাজার শাখা ২০১৮-২০১৯ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা কর্মসূচির আওতায় প্রকৃত ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষীদের মাঝে প্রকাশ্যে (ক্যাম্পের মাধ্যমে) কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে।

ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড সানন্দবাড়ী বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইফতেখার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পাররামরামপুর ইউনিয়ন শাখার সভাপতি ও সানন্দবাড়ী সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা আতিকুজ্জামান, কর্মকর্তা আসহাব উল বারী আখন্দ, চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, সাংবাদিক বোরহান উদ্দিন প্রমুখ।

বক্তাগণ বলেন, পুরাতন ঋণ পরিশোধ করে নতুন ঋণ গ্রহণ করে সোনার বাংলা গড়ুন।