পাকিস্তানকে হারালো বাংলাদেশের যুবারা
বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।
চট্টগ্রামের জহুর অহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৮ বল বাকি থাকতে ১৮৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান । পাকিস্তানের পক্ষে ওয়াকার আহমেদ ৫৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। তার ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা ছিলো। এছাড়া ওপেনার সাইম আইয়ুব ৭৭ বলে ৪৯, জুনায়েদ খান ২৪ ও অধিনায়ক রোহাইল নাজির ২৩ রান করেন। বাংলাদেশের রিসাদ হোসেন ৫৩ রানে ৩টি ও শরিফুল ইসলাম ২০ রানে ২ উইকেট নেন।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৪২ রানের মধ্যে আরও দু’উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে মিডল-অর্ডারে ৯৭ রানের মূল্যবান জুটি গড়ে দলকে জয়ে পথে নিয়ে যান প্রান্তিক নওরোজ নাবিল ও শামীম হোসেন। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। নাবিল ৯৩ বলে ৫৮ রান করে আউট হন ।
তবে দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে আহত অবসর নেন শামীম। তার ১০৫ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো। নাবিল-শামীমের বিদায়ের পর শেষদিকে ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চিন্তা পড়ে যায় বাংলাদেশ। তবে আকবর আলী ও অভিষেক দাস দলের জয় নিশ্চিত করেন। আকবর অপরাজিত ১৭ ও অভিষেক অপরাজিত ৪ রান করেন। পাকিস্তানের মুহাম্মদ মুসা ২৪ রানে ৩ উইকেট নেন।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ২ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে হংকং-এর বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের যুবারা।
সূত্র : বাসস
সর্বশেষ
- জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত
- জনগণের জন্য খাদ্য, বাসস্থান ও টিকার প্রাধান্য দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু
- একাত্তরের ৩ মার্চের জনসভাতেও বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলেন
- শ্রীপুরে অসহায় আশ্রিতদের ১০টি ঘর পুড়ে ছাই
- বকশীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
- দেওয়ানগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
- পাথালিয়ার কিশোরীর মরদেহ মনিরাজপুরের গাছে, থাকত শাহপুরে ধর্ম মায়ের কাছে!
- র্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১
- নিউ ইয়র্কে কোভিড-১৯ টিকা নেওয়ার অভিজ্ঞতা (দ্বিতীয় খণ্ড)
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সাদরুজ্জামান হেলাল বীর প্রতীককে সম্মাননা
- সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান
- জামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল
- ২৪ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
- নতুন অ্যাপ আনল ফেসবুক