সরিষাবাড়ীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের অবহেলায় জবেদা বেগম (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ১৭ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। মৃত জবেদা বেগম ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী।

এই ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসকদের শাস্তির দাবিতে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেছে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত রোগীর ভাই জাহাঙ্গীর ও মেয়ের জামাতা শাহীনুর ইসলাম অভিযোগ করে জানান, ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী জবেদা বেওয়াকে শ্বাসকষ্ট জনিত কারণে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কোনো চিকিৎসক না পেয়ে রোগীকে হাসপাতালের দ্বিতীয় তলায় ওয়ার্ড কক্ষে নেওয়া হয়। সেখানেও কোনো চিকিৎসক না থাকায় বিপাকে পড়েন স্বজনরা। এ সময় স্বজনরা উচ্চ স্বরে ডাকা ডাকি করতে থাকলে জরুরি বিভাগের ভিতরে ঘুমিয়ে থাকা উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রাশেদ মিয়া রোগীর কাছে এসে চিকিৎসককে ফোন দেন। দায়িত্বে থাকা চিকিৎসক আরিফুল ইসলাম ফোনে সংবাদ পাওয়ার পরও রোগীর কাছে যাননি।

তারা আরো অভিযোগ করে বলেন, সঠিক সময়ে চিকিৎসকরা রোগীর কাছে এসে ব্যবস্থা নিলে আমাদের রোগীর মৃত্যু হতো না। চিকিৎসকদের অবহেলার কারণেই রোগী মারা গেছে। মৃত্যুর বিচার দাবি করেন স্বজনরা।

এ ব্যাপারে আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মমতাজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বাংলার চিঠি ডটকমকে বলেন, রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেছি। এই রোগীর ভালো চিকিৎসার ব্যবস্থা এই হাসপাতালে নেই। তাই উন্নত চিকিৎসার জন্যই স্থানান্তর করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনদের হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর স্বজনরা থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।