ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত সরিষাবাড়ীর শাহানাজ আক্তার এখন তুহিন মিয়া ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ ৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

জামালপুরে র‌্যাবের অভিযানে ভুয়া এএসপিসহ তিন প্রতারক গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ভুয়া এএসপি মো. ওবায়দুর রহমান, তার স্ত্রী ও শ্যালক। ছবি : বাংলার চিঠি ডটকম

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ভুয়া এএসপি মো. ওবায়দুর রহমান, তার স্ত্রী ও শ্যালক। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে মুঠোফোনে প্রতারণার ফাঁদ পেতে চাকরি পাইয়ে দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের একজন ভুয়া এএসপি এবং তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৮ সেপ্টেম্বর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রতারকেরা হলেন পুলিশের ভুয়া এএসপি পরিচয়দানকারী মো. ওবায়দুর রহমান (৩৮), তার স্ত্রী রোমনা বেগম (২৭) ও শ্যালক নাজমুল হোসেন। ওবাইদুর রহমান জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের রনরামপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দের ছেলে। তার শ্যালক সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিলা গ্রামের মো. শেখ সাদীর ছেলে নাজমুল হোসেন (২৫)। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন সেট ও ৫০টি সিম জব্দ করেছে র‌্যাব।

৯ সেপ্টেম্বর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রতারকচক্রের মূলহোতা ওবায়দুর রহমান নিজেকে কখনো ভুয়া এএসপি, কখনো সেনাবাহিনীর কর্মকর্তা আবার কখনো বড় প্রকৌশলী পরিচয়ে মুঠোফোনের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। ওবায়দুর রহমান ও তার সহযোগীরা ঘটকের মাধ্যমে সৎপাত্রের পরিচয়ে সুন্দরী মেয়েদের সাথে ফোনে সম্পর্ক করে বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। তারা কখনোই সশরীরে দেখা দিতেন না। বিশ^াসযোগ্যতা অর্জনের জন্য ফোনের অপরপ্রান্ত থেকে ফোনে ডাউনলোড করা পুলিশের ওয়াকিটকির শব্দ বা পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনিয়ে পুলিশের গাড়িতে করে অপারেশনে যাওয়ার ব্যস্ততার কথাও জানানো হতো।

তিনি আরও জানান, সম্প্রতি এ ধরনের প্রতারণার শিকার হওয়া জামালপুরের তিনজন অবিবাহিত নারীর অভিযোগের প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর প্রতারক চক্রের মূলহোতা ওবায়দুর রহমানকে ঢাকার তেজগাঁর তেজতুরিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারুক্তি অনুযায়ী তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। তারা ওই তিন নারীর কাছ থেকে গত এক বছরে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিনব এই প্রতারণার সাথে জড়িত আরো কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

জামালপুরে র‌্যাবের অভিযানে ভুয়া এএসপিসহ তিন প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ভুয়া এএসপি মো. ওবায়দুর রহমান, তার স্ত্রী ও শ্যালক। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে মুঠোফোনে প্রতারণার ফাঁদ পেতে চাকরি পাইয়ে দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের একজন ভুয়া এএসপি এবং তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৮ সেপ্টেম্বর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রতারকেরা হলেন পুলিশের ভুয়া এএসপি পরিচয়দানকারী মো. ওবায়দুর রহমান (৩৮), তার স্ত্রী রোমনা বেগম (২৭) ও শ্যালক নাজমুল হোসেন। ওবাইদুর রহমান জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের রনরামপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দের ছেলে। তার শ্যালক সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিলা গ্রামের মো. শেখ সাদীর ছেলে নাজমুল হোসেন (২৫)। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন সেট ও ৫০টি সিম জব্দ করেছে র‌্যাব।

৯ সেপ্টেম্বর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রতারকচক্রের মূলহোতা ওবায়দুর রহমান নিজেকে কখনো ভুয়া এএসপি, কখনো সেনাবাহিনীর কর্মকর্তা আবার কখনো বড় প্রকৌশলী পরিচয়ে মুঠোফোনের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। ওবায়দুর রহমান ও তার সহযোগীরা ঘটকের মাধ্যমে সৎপাত্রের পরিচয়ে সুন্দরী মেয়েদের সাথে ফোনে সম্পর্ক করে বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। তারা কখনোই সশরীরে দেখা দিতেন না। বিশ^াসযোগ্যতা অর্জনের জন্য ফোনের অপরপ্রান্ত থেকে ফোনে ডাউনলোড করা পুলিশের ওয়াকিটকির শব্দ বা পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনিয়ে পুলিশের গাড়িতে করে অপারেশনে যাওয়ার ব্যস্ততার কথাও জানানো হতো।

তিনি আরও জানান, সম্প্রতি এ ধরনের প্রতারণার শিকার হওয়া জামালপুরের তিনজন অবিবাহিত নারীর অভিযোগের প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর প্রতারক চক্রের মূলহোতা ওবায়দুর রহমানকে ঢাকার তেজগাঁর তেজতুরিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারুক্তি অনুযায়ী তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। তারা ওই তিন নারীর কাছ থেকে গত এক বছরে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিনব এই প্রতারণার সাথে জড়িত আরো কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।