
মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ১ সেপ্টেম্বর রাত ১২টা এক মিনিটে জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, সহসভাপতি জাহাঙ্গীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য লিটন তালুকদার, পৌর যুব দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাধারন সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নিপ্পন মিয়া প্রমুখ।