নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার জামাতে নামাজ আদায় ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্যদিয়ে জামালপুর জেলায় ঈদ উদযাপিত হচ্ছে। ২২ আগস্ট সকাল আটটায় জামালপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি মো. আব্দুল্লাহ।
জামালপুর কেন্দ্রীয় ঈদগাহের জামাতে জেলা প্রশাসক আহমেদ কবীর, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখসহ শত শত মুসল্লি অংশ নেন। ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় কাছারি শাহি জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। এতে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরাসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশ নেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সকাল আটটায় তার নির্বাচনী এলাকা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী আহলে হাদিস ঈদগাহ ময়দানে এবং সকাল সাড়ে আটটায় বালিজুড়ী ঈদগাহ মাঠে দ্বিতীয়বার জামাতে অংশ নেন। এছাড়া জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পুলিশ লাইন্স ঈদগাহ ময়দানে, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ জামালপুর টেকনিকেল স্কুল এন্ড কলেজ মসজিদ প্রাঙ্গণে, জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।
জানা গেছে, এবার জেলা সদরসহ জেলার ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছোটবড় ৫১টি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের কোচগড় ঈদগাহ ময়দানে ২২ গ্রামের বিপুল সংখ্যক মুসল্লি জামাতে অংশ নেন। এ ছাড়া ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে সবচেয়ে বেশি মুসল্লি জামাতে অংশ নেন। সেখানে ইমামতি করেন হাফেজ ক্বারী মাওলানা মো. এনায়েতুল্লাহ। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ বাংলার চিঠি ডটকমকে জানান, এবার এই মাঠে অন্ততপক্ষে ২০ হাজার মুসল্লি জামাতে অংশ নিয়েছে।