জামালপুরে বাস ধর্মঘটে যাত্রীদুর্ভোগ বেড়েছে

ধর্মঘটে স্থবির জামালপুর কেন্দ্রীয় বাস টারমিনাল। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর জেলায় অঘোষিত বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। ৪ আগস্টও জামালপুর কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। কোনো বাস আসেওনি জামালপুরে। ধর্মঘটের কারণে দূরপাল্লার বাসযাত্রীদের দুর্ভোগ আরো বেড়েছে। ৪ আগস্ট সকাল থেকে কেন্দ্রীয় বাস টারমিনালসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

৪ আগস্ট সকালে জামালপুর কেন্দ্রীয় বাস টারমিনালে গিয়ে দেখা গেছে, জামালপুর থেকে প্রতিদিন ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, বেনাপোল ও উত্তরবঙ্গের বিভিন্ন সড়কে চলাচলকারী অন্তত ৭৫টি বাস টারমিনালে আটকা পড়েছে। জামালপুরের কোনো সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা না গেলেও অঘোষিত এই বাস ধর্মঘটের কারণে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ আরো বেড়েছে। দূরপাল্লার বাসযাত্রীদের বিকল্প যানবাহন লেগুনা ও সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে। সড়কপথে বাস চলাচল বন্ধ থাকায় জামালপুর রেলস্টেশনে সকাল থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীরা আজও রাজপথে থাকায় বাস চলাচলের কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। বাসে হামলা-ভাংচুরের আশঙ্কায় চালকরা গাড়ি চালাতে অনীহা প্রকাশ করেছে। তাই কোনো বাস ছেড়ে যাচ্ছে না।’

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম-বার) বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘সারাদেশের পরিস্থিতি যাই হোক জামালপুর এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। গত তিনদিনে এ জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা শহরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনা করেছি যাতে তারা তাদের শিক্ষার্থীদের সতর্ক করে। শিক্ষার্থীরা যাতে রাস্তায় নেমে পুলিশের ভূমিকায় না যায়, ভাংচুর না করে, তাদেরকে এসব বোঝানোর জন্য মূলত: পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদেরকে প্রতিরোধ করার জন্য পুলিশ মোতায়েন করা হয়নি।’