ইসলামপুরে খাদ্য কর্মকর্তাকে এক লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত সংরক্ষণ ও পরিচালন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে অনিয়মের দায়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ জুলাই জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ইমরানুল হক ইসলামপুর উপজেলা খাদ্যগুদামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইসলামপুর উপজেলা খাদ্যগুদামে অভিযান চালান। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত চলতি সরকারি খাদ্যশস্য ক্রয় মওসুমে ইসলামপুর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ অনিয়মের আশ্রয় নিয়ে শুধুমাত্র কাগজে কলমে চাল সংগ্রহ ও সরবরাহ দেখানো এবং ২৫০ মেট্রিক টন চাল গুদামেই মজুদ রাখার অভিযোগের সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. হারুন আর রশিদকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারের রায়ে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৬ ধারায় অত্যাবশ্যকীয় পণ্য সংরক্ষণ ও সরবরাহে অনিয়মের অভিযোগে আটক ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. হারুন অর রশিদকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে ওই কর্মকর্তা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।
নির্বাহী হাকিম মো. ইমরানুল হক ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সত্যতা নিশ্চিৎ করে বাংলার চিঠি ডটকমকে জানিয়েছেন, অভিযানের সময় পাওয়া খাদ্য গুদামে মজুদ ২৫০ মেট্রিক টন চাল ২৬ জুলাইয়ের মধ্যেই বিতরণ করে গুদাম খালি করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
সর্বশেষ
- ২৪ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
- নতুন অ্যাপ আনল ফেসবুক
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে ইরান
- করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী
- পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ
- উন্নয়নশীল দেশে উত্তরণ: মাননীয় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন
- নৌকায় ৪৫৫৯৮ ভোট পেয়ে ছানোয়ার মেয়র নির্বাচিত, মামুন ২১৫৬ ভোট
- লেখক মুশতাকের মৃত্যু নিয়ে কুচক্রী মহল ঘোলা-পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের
- এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ
- ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ
- প্রাথমিকের ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে
- জরুরি ব্যবহারের জন্যে জে এন্ড জে’র টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
- দেশে করোনায় আরো মৃত্যু ৮ জনের
- সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে : প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলারের ‘করোনা তহবিল বিল’ পাস