জামালপুর হাটচন্দ্রায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার

মাদকবিরোধী মতবিনিময় সভায় উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অঙ্গীকার করেন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর থানা ও পৌরসভার ১০ ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ১৫ জুলাই পৌরএলাকার হাটচন্দ্রা মিয়াবাড়ি বাজারে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার আপামর মানুষ মাদক, বাল্যবিয়ে, যৌন হয়রানি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। সভায় মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি খন্দকার মোজাহারুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম, এলাকার বিশিষ্টজন বারেক মন্ডল, আব্দুল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড কমিউিনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার আকা।

মাদকবিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা আসাদুল ইসলাম। ছবি : বাংলার চিঠি ডটকম

সকলের বক্তব্য শেষে উপস্থিত সবাই হাত তুলে মাদক, বাল্যবিয়ে, যৌন হয়রানি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। শপথ বাক্য পাঠ করান জাহাঙ্গীর সেলিম।

সভায় আওয়াজ ছিলো পুলিশই জনতা, জনতাই পুলিশ।

sarkar furniture Ad
Green House Ad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *