
শফিউল আলম লাভলু, নকলা ॥
সারাদেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ মিলনায়তনে ১১ জুলাই সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম রব্বানী, চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, পরিবার কল্যাণ পরিদর্শিকা রমা রানী সাহা, পরিবার কল্যাণ সহকারী সাহেরা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মনিরুজ্জামান, উপসহকারি কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা চিকিৎসক আবু ইউসুফ, অফিস সহকারী দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু রায়হান তরুন। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের মাঝে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।