জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পৌর শহরের ফকিরপাড়া গ্রামের রনজু শাহ ফকিরের স্ত্রী দীর্ঘদিন ধরে থাইরয়েডেকটমি রোগে ভূগছিলেন।
৮ অক্টোবর, বুধবার রাতে ঢাকার পিপলস কেয়ার হাসপাতালে সার্জন ডাক্তার ইউসুফ আলীর তত্ত্বাবধানে তার দেহে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ইসলামপুর উন্নয়ন কমিটির সভাপতি শওকত হাসান মিয়া এ প্রতিবেদককে বলেন, আনজুমান বেগম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তার এই জটিল রোগের অস্ত্রোপচারের সম্পূর্ণ ব্যয় আমরা উন্নয়ন কমিটির নিজস্ব অর্থায়নে বহন করেছি। পিছিয়ে পড়া ইসলামপুরবাসীর কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
এ সময় উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল বলেন, মানব কল্যাণে আমাদের এ ধারা অব্যহত রাখতে সকলের সহযোগিতা চাই।