জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল, আয়বর্ধনকারী সামগ্রী ও চেক বিতরণ করা হয়েছে।
৯ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে ছাগল ও চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, বালিজুড়ী রওশনআরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, ছাত্র সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এ প্রতিবেদককে বলেন, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পাঁচজনকে ১১টি ছাগল, দু’জনকে ৩০ হাজার টাকার আয়বর্ধনকারী সামগ্রী এবং নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ জনকে ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।