ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে উপহারের বেশির ভাগ ঘরের দরজায় ঝুলছে তালা শেরপুরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণ রোধে জগ লাইট বিতরণ করেছে উপজেলা প্রশাসন জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান শুরু সরিষাবাড়ীতে পিটিয়ে বাগডাশ হত্যা মেলান্দহে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন আশেক মাহমুদ কলেজ পুকুরে এক ছাত্রের মৃত্যু

ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি

ইসলামপুর : ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খোলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর থানায় এই জিডি করেন ইউএনও কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদ।

জিডিতে উল্লেখ করা হয়, ফেসবুকে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন নাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে কে বা কারা উপজেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নামে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ অবস্থায়, ফেসবুকে ফেক আইডির মাধ্যমে জালিয়াতি এবং গুজব ছড়ানোর জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।

ইউএনও মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, ইউএনও ইসলামপুর জামালপুর- এই নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করি। এই আইডিতে ব্যবহৃত ছবি দিয়ে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেগুলো থেকে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদকে দিয়ে থানায় জিডি করা হয়েছে। তিনি ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার, জালিয়াতি এবং গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, ইউএনও অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তার ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে উপহারের বেশির ভাগ ঘরের দরজায় ঝুলছে তালা

ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি

আপডেট সময় ০৯:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খোলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর থানায় এই জিডি করেন ইউএনও কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদ।

জিডিতে উল্লেখ করা হয়, ফেসবুকে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন নাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে কে বা কারা উপজেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নামে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ অবস্থায়, ফেসবুকে ফেক আইডির মাধ্যমে জালিয়াতি এবং গুজব ছড়ানোর জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।

ইউএনও মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, ইউএনও ইসলামপুর জামালপুর- এই নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করি। এই আইডিতে ব্যবহৃত ছবি দিয়ে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেগুলো থেকে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদকে দিয়ে থানায় জিডি করা হয়েছে। তিনি ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার, জালিয়াতি এবং গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, ইউএনও অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তার ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।