‘পরিচ্ছন্ন নগর গড়ি, ঘর বাড়ি পথ পরিষ্কার করি’ এ স্লোগান সামনে রেখে জামালপুর শহরকে আগাছা ও আবর্জনামুক্ত করার লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর, বুধবার দিনব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
১৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ আল রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আনসার ও ভিডিপির উপ-পরিচালক মীর বাহার শাহাদৎ হোসেন ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এতে অংশ নেন।

পরিচ্ছন্ন কাজে দেড় শতাধিক আনসার সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সক্রিয় অংশ নেন। বৃষ্টির কারণে পরিচ্ছন্নতা কাজে কিছুটা বিঘ্ন ঘটে। ব্রহ্মপুত্র সেতু পর্যন্ত সংযোগ সড়ক, শহর রক্ষা বাঁধের সকল আগাছা এবং আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। শহরের সর্বত্র পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে।
এ ব্যাপারে পৌর প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি জামালপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে। তবে জনসচেতনতা সৃষ্টি না হলে এ ধরনের অভিযানের স্বার্থকতা থাকবে না। তিনি পৌরসভার নাগরিকদের উদ্দেশে বলেন, নির্দিষ্ট স্থানে সকাল ৮ টার মধ্যে আবর্জনা জমা রাখুন। পৌরসভার গাড়ি ময়লা নিয়ে যাবে। যত্রতত্র কেউ ময়লা ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম বলেন, কমিউনিটির উদ্যোগ এবং সচেতনতা ব্যতীত স্থায়ীভাবে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। মহল্লায় মহল্লায় কমিটি করে আবর্জনা ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান তিনি।