ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন : শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের দেহে অস্ত্রোপচার সম্পন্ন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ বিশ্ব ডাক দিবস আজ : লাল ডাকবাক্সে নেই চিঠি, স্মৃতি ডাকপিয়নের ঘণ্টাধ্বনি

ইয়েস গ্রুপের উদ্যোগে জামালপুরে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

জামালপুর : যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসিত বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের সম্পৃক্ততা নিশ্চিতে নানমুখী কর্মসূচির মধ্য দিয়ে ১২ আগস্ট, মঙ্গলবার জামালপুরে উদযাপিত হয়েছে হল আন্তর্জাতিক যুব দিবস।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে টিআইবির সচেতন নাগরিক কমিটি-সনাকের ইয়েস গ্রুপের উদ্যোগে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কার্যক্রমের। ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’- এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন দেড় শতাধিক কলেজশিক্ষার্থী।

এর আগে দিবস উদযাপনের অংশ হিসেবে শহরের ফৌজদারী মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জামালপুর : ইয়েস গ্রুপের সদস্য যুব দিবসে দুর্নীতিবিরোধী ও তথ্য অধিকার আইন বিষয়ে প্রচারাভিযান চালায়। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় সনাক সভাপতি শামিমা খান বলেন, এসডিজি-১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) অর্জনে তরুণদের অংশগ্রহণ কিভাবে অবদান রাখতে পারে জুলাই গণঅভুত্থ্যান তার যথাযথ দৃষ্টান্ত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি’র ৬৫ শতাংশেরও বেশি লক্ষ্য স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট, যেখানে যুবসমাজের সরাসরি সম্পৃক্ততা টেকসই অভীষ্ট অর্জনকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিন দুর্নীতি প্রতিরোধ, তথ্য অধিকার ও আইন সহায়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি যুব সমাজ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে টিআইবি, সনাকের কার্যক্রম ও তথ্য অথিকার আইন ২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন দেওয়া হয়।

সনাক সভাপতি শামিমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। তথ্য অধিকার আইন ২০০৯ এর ওরিয়েন্টশনে ওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর মো. আরিফ হোসেন। এই সময় তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রাপ্তির আবেদন ফরম প্রায় শতাধিক শিক্ষার্থীকে হাতে কলমে শেখানো হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে মানববন্ধন, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি ছাড়াও দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জনগণের মাঝে ধারণাপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এর মাধ্যমে প্রায় দুই শতাধিক মানুষের কাছে সরাসরি দিবসের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত

ইয়েস গ্রুপের উদ্যোগে জামালপুরে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসিত বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের সম্পৃক্ততা নিশ্চিতে নানমুখী কর্মসূচির মধ্য দিয়ে ১২ আগস্ট, মঙ্গলবার জামালপুরে উদযাপিত হয়েছে হল আন্তর্জাতিক যুব দিবস।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে টিআইবির সচেতন নাগরিক কমিটি-সনাকের ইয়েস গ্রুপের উদ্যোগে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কার্যক্রমের। ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’- এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন দেড় শতাধিক কলেজশিক্ষার্থী।

এর আগে দিবস উদযাপনের অংশ হিসেবে শহরের ফৌজদারী মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জামালপুর : ইয়েস গ্রুপের সদস্য যুব দিবসে দুর্নীতিবিরোধী ও তথ্য অধিকার আইন বিষয়ে প্রচারাভিযান চালায়। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় সনাক সভাপতি শামিমা খান বলেন, এসডিজি-১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) অর্জনে তরুণদের অংশগ্রহণ কিভাবে অবদান রাখতে পারে জুলাই গণঅভুত্থ্যান তার যথাযথ দৃষ্টান্ত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি’র ৬৫ শতাংশেরও বেশি লক্ষ্য স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট, যেখানে যুবসমাজের সরাসরি সম্পৃক্ততা টেকসই অভীষ্ট অর্জনকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিন দুর্নীতি প্রতিরোধ, তথ্য অধিকার ও আইন সহায়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি যুব সমাজ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে টিআইবি, সনাকের কার্যক্রম ও তথ্য অথিকার আইন ২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন দেওয়া হয়।

সনাক সভাপতি শামিমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। তথ্য অধিকার আইন ২০০৯ এর ওরিয়েন্টশনে ওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর মো. আরিফ হোসেন। এই সময় তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রাপ্তির আবেদন ফরম প্রায় শতাধিক শিক্ষার্থীকে হাতে কলমে শেখানো হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে মানববন্ধন, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি ছাড়াও দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জনগণের মাঝে ধারণাপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এর মাধ্যমে প্রায় দুই শতাধিক মানুষের কাছে সরাসরি দিবসের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।