ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় শেরপুরের নকলায় আরও ছয়জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ১৪ জুলাই, সোমবার দুপুরে নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুনর্বাস সহায়তা দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার।
প্রধান অতিথি তার বক্তব্যে দেবাশীষ সরদার বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় আজ ছয়জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হল। তাদের মধ্যে পাঁচজন বিক্ষুককে মালামালসহ টং মুদি দোকান ও একজনকে কাপড়সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করা হয়েছে। এর আগে আরও ৩৪ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। ভিক্ষুকমুক্ত নকলা তথা ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ টি এম আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহঙ্গীর আলম, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, দৈনিক যায়যায়দিন ও বাংলারচিঠিডটকম এর সাংবাদিক শফিউল আলম লাভলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।