বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রংপুর বিভাগীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য ৬ সদস্য বিশিষ্ট সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। ওই সাংগঠনিক টিমের প্রধান করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২ নম্বর সদস্য ও জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা কাজী মসিউর রহমানকে।
২৫ জানুয়ারি শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব আইনজীবী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের অন্য সদস্যরা হলেন- ড. খলিলুর রহমান, মাওলানা খিজির হায়াত, মাওলানা মো. ফজলুল করিম, মাওলানা মো. মেসবাহ উদ্দিন মাসুদ ও মাওলানা আশরাফ আলী।
এ প্রসঙ্গে মাওলানা কাজী মসিউর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাকে রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধানের দায়িত্ব দিয়েছেন। আমি যেন আমার কাজ সঠিকভাবে করতে পারে এ জন্য সকলের সার্বিক সহযোগিতা চাই।