জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ অভিযানে ভারতীয় থান কাপড় জব্দ করেছে ৩৫ বিজিবি। ২৪ ডিসেম্বর, বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাংগা এলাকায় অভিযান চালিয়ে ৪৭ রুল অর্থাৎ পাঁচ হাজার ১৩১ মিটার কাপড় জব্দ করা হয়।
জানা গেছে, ২৪ ডিসেম্বর, বুধবার সকালে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকাপভ্যান (ঢাকা-মেট্রো- ন-১২-০৮৬২) গাড়িতে ভারতীয় কাপড় ঢাকায় নিয়ে যাওয়ার পথে ঝাউডাঙ্গা বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে ভারতীয় কাপড় জব্দ করে। জব্দকরা কাপড়গুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসে। এসব কাপড় রৌমারী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. কুদ্দুস বিশ্বাসের মাধ্যমে এন্ট্রি করা হয়। ওই কাপড় ঢাকায় নেয়ার পথে বিজিবি জব্দ করে।
পরে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা ভারতীয় কাপড়ের তথ্যতালিকা তৈরি করে জামালপুর বিজিবি ক্যাম্পে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জব্দকৃত ভারতীয় কাপড় বিজিবির হেফাজতে আছে। বিজিবি কর্মকর্তা ব্যবস্থা নিবেন।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















