ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ  বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আরজু, হানিফ সম্পাদক নির্বাচিত পিআর পদ্ধতি শীর্ষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় জামালপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ দেওয়ানগঞ্জে ৪৯৩ জন জেলে পরিবার পেল সহায়তার চাল মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা

জামালপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

জামালপুর : নেতা-কর্মীদের সাথে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে জামালপুর জেলা বিএনপি। ১১ অক্টোবর, শনিবার দুপুরে জামালপুর শহরের গেটপাড় থেকে লম্বাগাছ এলাকা পর্যন্ত এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা গত ১৭ বছর যুগের শ্রেষ্ঠ ভোট ডাকাত, লুটেরা, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন করেছি। গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ভোটের নামে প্রহসনের নির্বাচন দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল। একতরফাভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। ১৭ বছরে লুটতরাজের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রগুলোকে অকেজো ও দলীয় করণ করা হয়েছিল।

তিনি বলেন, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়। এখন আমাদের একটাই দাবি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। যে সরকার এই রাষ্ট্রকে আগামী দিনে দুর্নীতিমুক্ত, উন্নত, সমৃদ্ধ, উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত করবে।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার, সদস্য সচিব মনজুরুল করিম সমুন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে গেটপাড় থেকে পুরাতন লম্বাগাছ পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ 

জামালপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আপডেট সময় ১০:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে জামালপুর জেলা বিএনপি। ১১ অক্টোবর, শনিবার দুপুরে জামালপুর শহরের গেটপাড় থেকে লম্বাগাছ এলাকা পর্যন্ত এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা গত ১৭ বছর যুগের শ্রেষ্ঠ ভোট ডাকাত, লুটেরা, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন করেছি। গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ভোটের নামে প্রহসনের নির্বাচন দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল। একতরফাভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। ১৭ বছরে লুটতরাজের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রগুলোকে অকেজো ও দলীয় করণ করা হয়েছিল।

তিনি বলেন, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়। এখন আমাদের একটাই দাবি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। যে সরকার এই রাষ্ট্রকে আগামী দিনে দুর্নীতিমুক্ত, উন্নত, সমৃদ্ধ, উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত করবে।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার, সদস্য সচিব মনজুরুল করিম সমুন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে গেটপাড় থেকে পুরাতন লম্বাগাছ পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।