জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানিবাজর খেয়াঘাট এলাকায় একটি আখ ক্ষেত থেকে ২৯ জুলাই, মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ জুলাই দুপুরে ফুটানি বাজার এলাকায় আখ ক্ষেতে মরদেহ দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা অব্যহত আছে। মৃত ব্যক্তির পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, মরদেহের সুরুতহাল লিখে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে।