জামালপুর জেলার অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যম Jamalpurnews24.com এর প্রকাশনার নতুন যাত্রার আনুষ্ঠানিকতা উপলক্ষে জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা বিনিময় বৈঠক হয়েছে। ২ জুলাই, বুধবার রাতে বৈঠকটি হয় জামালপুর শহরের নয়াপাড়ায় একটি রেস্টুরেন্টে।
জামালপুরনিউজটোয়েন্টিফোরডটকম এর এই ঘরোয়া আয়োজনে পোর্টালটির প্রকাশক শোয়েব হোসেনের উপস্থাপনায় সাংবাদিকতার গুরুত্বসহ একটি নিউজ পোর্টাল পরিচালনায় বিভিন্ন পরামর্শ, অভিজ্ঞতা ও করণীয় নিয়ে মুখ্য আলোচনায় অংশ নেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। এতে আরও আলোচনা করেন ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাধারণ সম্পাদক প্রভাষক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সাংবাদিক ও আইনজীবী মো. ইউসুফ আলী, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, জামালপুরনিউজটোয়েন্টিফোরডটকম এর সম্পাদক সাইমুম সাব্বির শোভন ও ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রহমান রিপন প্রমুখ। গুণী সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তি ও পোর্টালটির সকল প্রতিনিধি এতে অংশ নেন।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, মানুষ, বিশেষ করে পশ্চাৎপদ মানুষ। অবহেলিত মানুষ। নির্যাতিত মানুষ। নিপীড়িত মানুষ। অপরের দ্বারা বঞ্চিত মানুষদের আজও যে পরিস্থিতি, তাহলে স্বাধীনতার ৫৫ বছর পরেও আমাদের অবস্থান কোথায়। স্বাধীনতার এত বছর পরেও কি ট্রেনের ছাদে জায়গা হওয়ার কথা সাধারণ মানুষদের। তাদের কি একটা আরামদায়ক জার্নি পাবার কথা ছিল না। কিন্তু সেটি হয়নি।
তিনি আরও বলেন, তাহলে কিছু মানুষ তো আছে যারা নানানভাবে বঞ্চিত। সেই মানুষগুলোর পক্ষে থাকা। সেই মানুষদের কথা বলা। সেই মানুষদের বঞ্চনা থেকে নিস্তার দেওয়ার একটা ব্রত কি আমরা হতে পারি না। তাহলেই আমরা দেখব যে সাংবাদিকতার সঙ্গে আপনার মনের প্রশান্তি যুক্ত হয়ে আপনাকে কি অনুভব দেয়। যে অনুভবটা একজন সাংবাদিককে মানবিক করে তুলবে। মানুষ করে তুলবে। এই অনুভবে ব্রত হওয়ার সুযোগটা আমার মনে হয় সাংবাদিকদেরই বেশি আছে।
ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, অপসাংবাদিকতা শব্দটার মধ্যে যেন সাংবাদিককে আর পড়তে না হয়, সেই প্রতিজ্ঞা করতে হবে প্রত্যেক সাংবাদিককে। মানুষের অধিকার প্রতিষ্ঠার কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে। সাংবাদিকতা পেশা দিয়ে সমাজের কাছে একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। এই ইতিবাচক মনোভাব কিন্তু অন্য কেউ করে দিবে না। সাধারণ মানুষেরা যাতে সমাজে নিরাপদে বসবাস করতে পারে সেই কাজটি সাংবাদিকদেরকেই করতে হবে। তিনি জামালপুরনিউজটোয়েন্টিফোরডটকমের নতুন যাত্রায় শুভ কামনা করেন।
জামালপুরনিউজটোয়েন্টিফোরডটকম এর প্রকাশক সাংবাদিক শোয়েব হোসেন সবার সহযোগিতার মাধ্যমে শক্তিশালীভাবে সত্যকে উপস্থাপনে এই পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
জামালপুরনিউজটোয়েন্টিফোরডটকম এর সম্পাদক সাইমুম সাব্বির শোভন বলেছেন, ক্ষমতাকে প্রশ্ন করাসহ নানা অনিয়ম, দুর্নীতি সরাসরি তুলে ধরার মাধ্যম হিসাবে কাজ করবে এই পোর্টালটি। তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।