জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২২ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে ১৬ জন জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাইমিনুল ইসলাম তুষারসহ সুফলভোগী জেলেরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন এ প্রতিবেদককে বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৩০ হাজার টাকা মূল্যের ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়।