ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন : শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের দেহে অস্ত্রোপচার সম্পন্ন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ বিশ্ব ডাক দিবস আজ : লাল ডাকবাক্সে নেই চিঠি, স্মৃতি ডাকপিয়নের ঘণ্টাধ্বনি বকশীগঞ্জে মাদকব্যবসায়ী ছিনতাই, দুই পুলিশ আহত, আটক ৪

ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছেন প্রধান উপদেষ্টা : সচিব সাইফুল্লাহ পান্না

মেলান্দহ : বক্তব্য রাখেন সচিব মো. সাইফুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, বিগত বিশ বছরে কেউ দেশের চিন্তা করেনি। সবাই চিন্তা করেছে তার নিজের এলাকা নিয়ে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস উনি দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশ ভঙ্গুর হয়ে যাওয়ার কথা ছিল। আপনারা জানেন, যদি একটি নৌকায় প্রচুর পরিমাণ লোক থাকে, যখন লোক যাওয়া শুরু করে আর সে নৌকায় যারা উঠতে পারে নাই তারা দূর থেকে বলেছে নৌকা ডুবে যাবে।

৩ মে শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সচিব মো. সাইফুল্লাহ পান্না আরও বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত দেশ কিভাবে চলে আমি দেখেছি। এই দেশে ঋণ নেয়া-দেয়ার সামর্থ ছিল না। এলসি করতে পারত না। যে কারণে নিত্যপণ্যের দাম বাড়তে ছিল। এছাড়াও একটা বিশাল মাফিয়া চোরচক্র ছিলো। তারা ১০ টাকার পণ্য আমদানি করে ২০ টাকায় বিক্রি করত। অন্য কেউ আমদানি করতে পারত না। অনেকে ভাবত দেশ দেওলিয়া হয়ে যাবে। বিগত সরকারের আমলে যে পরিমাণ ঋণ ছিল সেগুল অন্তর্বর্তীকালীন সরকার পরিশোধ করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।

মেলান্দহ : ফিতা কেটে বিআরটিসির শীতাতপ বাস চলাচল উদ্বোধন করেন সচিব মো. সাইফুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব এ কে এম এহসানুল হক, আইএমইডির সাবেক সচিব তাজুল ইসলাম, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোক্তার আহমেদ, বিআরটিসির চেয়ারম্যান অনুপ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মনজু প্রমুখ।

আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, উপজেলা বাসদের সভাপতি আলমগীর আহমেদ শাহজাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান, এনসিপি’র সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উমির উদ্দিন পাইলট হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোহন তালুকদার, জামালপুর বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সভাপতি হারুনুর রশিদ, মেলান্দহ বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল। এছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ নেন।

জামালপুরের মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২টি বাস সার্ভিস মেলান্দহ ঢাকা নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল করবে। এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার

ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছেন প্রধান উপদেষ্টা : সচিব সাইফুল্লাহ পান্না

আপডেট সময় ১০:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, বিগত বিশ বছরে কেউ দেশের চিন্তা করেনি। সবাই চিন্তা করেছে তার নিজের এলাকা নিয়ে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস উনি দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশ ভঙ্গুর হয়ে যাওয়ার কথা ছিল। আপনারা জানেন, যদি একটি নৌকায় প্রচুর পরিমাণ লোক থাকে, যখন লোক যাওয়া শুরু করে আর সে নৌকায় যারা উঠতে পারে নাই তারা দূর থেকে বলেছে নৌকা ডুবে যাবে।

৩ মে শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সচিব মো. সাইফুল্লাহ পান্না আরও বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত দেশ কিভাবে চলে আমি দেখেছি। এই দেশে ঋণ নেয়া-দেয়ার সামর্থ ছিল না। এলসি করতে পারত না। যে কারণে নিত্যপণ্যের দাম বাড়তে ছিল। এছাড়াও একটা বিশাল মাফিয়া চোরচক্র ছিলো। তারা ১০ টাকার পণ্য আমদানি করে ২০ টাকায় বিক্রি করত। অন্য কেউ আমদানি করতে পারত না। অনেকে ভাবত দেশ দেওলিয়া হয়ে যাবে। বিগত সরকারের আমলে যে পরিমাণ ঋণ ছিল সেগুল অন্তর্বর্তীকালীন সরকার পরিশোধ করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।

মেলান্দহ : ফিতা কেটে বিআরটিসির শীতাতপ বাস চলাচল উদ্বোধন করেন সচিব মো. সাইফুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব এ কে এম এহসানুল হক, আইএমইডির সাবেক সচিব তাজুল ইসলাম, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোক্তার আহমেদ, বিআরটিসির চেয়ারম্যান অনুপ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মনজু প্রমুখ।

আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, উপজেলা বাসদের সভাপতি আলমগীর আহমেদ শাহজাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান, এনসিপি’র সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উমির উদ্দিন পাইলট হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোহন তালুকদার, জামালপুর বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সভাপতি হারুনুর রশিদ, মেলান্দহ বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল। এছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ নেন।

জামালপুরের মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২টি বাস সার্ভিস মেলান্দহ ঢাকা নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল করবে। এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।