ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন : শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের দেহে অস্ত্রোপচার সম্পন্ন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ বিশ্ব ডাক দিবস আজ : লাল ডাকবাক্সে নেই চিঠি, স্মৃতি ডাকপিয়নের ঘণ্টাধ্বনি বকশীগঞ্জে মাদকব্যবসায়ী ছিনতাই, দুই পুলিশ আহত, আটক ৪

জামালপুরে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২ মে শুক্রবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আইনজীবী মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন এবি পার্টির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আইনজীবী এম এ খালেক, প্রকৌশলী নিকসন, এবি পার্টির নেতা আইনজীবী মোজাম্মেল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন, এবি পার্টির পৌর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, এবি পার্টির সদর উপজেলার উপদেষ্টা কামরুল হাসান সজল, সদর উপজেলা মেস্টা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার, আমার বাংলাদেশ যুব পার্টি জেলা শাখার আহ্বায়ক মো. শিহাব ইসলাম, সদস্য সচিব আবু সালে টিপু সুলতান, যুগ্ম সদস্য সচিব সুমাইয়া নওশিন মুক্তা, এবি পার্টির জামালপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান মজনু প্রমুখ।

জামালপুর : আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক ছানোয়ার হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

সভাপতির বক্তব্যে এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক ছানোয়ার হোসেন বলেন, জুলাই আগস্টে যে সমস্ত সাহসী যুবকেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় জানিয়েছে, বাংলাদেশে মানুষের মুক্তির যে প্রত্যাশা ছিল মানুষের সেই কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়েছে যাদের কারণে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আগামী দিনে এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবি পার্টি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী যদি সঠিকভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করি এবং আমরা যদি ঐকবদ্ধ হই ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবি পার্টি ক্ষুদ্র সময়ের মধ্যে জনগণের মনে ঠাঁই করে নিয়েছে। জনগণের কাছে পরিচিতি লাভ করেছে। জনগণকে যে স্বপ্ন দেখাতে পেরেছে আগামী দিনে এবি পার্টির নেতাকর্মীদের অগাধ পরিশ্রমের মধ্যে দিয়ে সেইটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও আলোচনা সভায় এবি পার্টির জেলা ও বিভিন্ন উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার

জামালপুরে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৯:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২ মে শুক্রবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আইনজীবী মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন এবি পার্টির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আইনজীবী এম এ খালেক, প্রকৌশলী নিকসন, এবি পার্টির নেতা আইনজীবী মোজাম্মেল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন, এবি পার্টির পৌর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, এবি পার্টির সদর উপজেলার উপদেষ্টা কামরুল হাসান সজল, সদর উপজেলা মেস্টা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার, আমার বাংলাদেশ যুব পার্টি জেলা শাখার আহ্বায়ক মো. শিহাব ইসলাম, সদস্য সচিব আবু সালে টিপু সুলতান, যুগ্ম সদস্য সচিব সুমাইয়া নওশিন মুক্তা, এবি পার্টির জামালপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান মজনু প্রমুখ।

জামালপুর : আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক ছানোয়ার হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

সভাপতির বক্তব্যে এবি পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক ছানোয়ার হোসেন বলেন, জুলাই আগস্টে যে সমস্ত সাহসী যুবকেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় জানিয়েছে, বাংলাদেশে মানুষের মুক্তির যে প্রত্যাশা ছিল মানুষের সেই কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়েছে যাদের কারণে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আগামী দিনে এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবি পার্টি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী যদি সঠিকভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করি এবং আমরা যদি ঐকবদ্ধ হই ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবি পার্টি ক্ষুদ্র সময়ের মধ্যে জনগণের মনে ঠাঁই করে নিয়েছে। জনগণের কাছে পরিচিতি লাভ করেছে। জনগণকে যে স্বপ্ন দেখাতে পেরেছে আগামী দিনে এবি পার্টির নেতাকর্মীদের অগাধ পরিশ্রমের মধ্যে দিয়ে সেইটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও আলোচনা সভায় এবি পার্টির জেলা ও বিভিন্ন উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।