নাশকতা ও বিষ্ফোরক মামলার অন্যতম আসামি জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৩০ এপ্রিল বুধবার দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাছারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩০ এপ্রিল বিকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এ প্রতিবেদককে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ এপ্রিল দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাছারিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় প্রকৌশলী মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতা ও বিষ্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আইনি প্রক্রিয়া শেষে মেলান্দহ থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।