শেরপুরে দিনব্যাপী হজ ও ওমরাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শনিবার তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদরাসা মার্কেটে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে শাহীন হজ এভিয়েশন ও হলি হজ এন্ড ট্যুরস্ লিমিটেড। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো. জামির হোসেন।

তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদরাসা কমিটির সভাপতি মু. শফিউল আলম চাঁনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মুফতী আহমাদ আলী, তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদরাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন মাদানী, মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব হিমেল, শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. মাইন উদ্দিন খান, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি হাফেজ জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন, দৈনিক মুক্ত আলো পত্রিকার সম্পাদক মো. নুরুল আলম সিদ্দিকী, তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক মো. আক্রামুজ্জামান রাহাত প্রমুখ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সম্মানিত হাজী, হজযাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।