যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে ২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপতি হয়েছে। ২৬ মার্চ সকালে সূর্যোদয়ের সাথে সাথে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

দিবসটি উপলক্ষে জামালপুর শহরের দায়াময়ীপাড়া এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের স্মরণে জেলা প্রশাসক হাছিনা বেগমের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাব, জামালপুর নাগরিক ভয়েজ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে কুচকাওয়াজ, মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচি পালন করা হয়।