ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন : শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের দেহে অস্ত্রোপচার সম্পন্ন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ বিশ্ব ডাক দিবস আজ : লাল ডাকবাক্সে নেই চিঠি, স্মৃতি ডাকপিয়নের ঘণ্টাধ্বনি বকশীগঞ্জে মাদকব্যবসায়ী ছিনতাই, দুই পুলিশ আহত, আটক ৪

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড

ব্যাটিং-বোলিং নৈপুণ্যে এক ম্যাচ বাকী রেখেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল স্বাগতিক নিউজিল্যান্ড।

২৩ মার্চ রবিবার সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড ১১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। রান বিবেচনায় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বড় জয় নিউজিল্যান্ডের। সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়ে কিউইরা। সিরিজের প্রথম দুই ম্যাচ নিউজিল্যান্ড ও তৃতীয় ম্যাচ জিতেছিল পাকিস্তান।

মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ২৫ বলে ৫৯ রানের ঝড়ো সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। এরমধ্যে ৩টি চার ও ৪টি ছক্কায় ২২ বলে ৪৪ রান করে পাকিস্তানের পেসার হারিস রউফের শিকার হন সেইফার্ট।

দ্বিতীয় উইকেটে মার্ক চাপম্যানকে নিয়ে ২৫ বলে ৪৯ রানের জুটিতে নিউজিল্যান্ডের রানের চাকা সচল রাখেন অ্যালেন। ২টি করে চার-ছক্কায় চাপম্যান ১৬ বলে ২৪ রান করে আউট হলেও ১৯ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন অ্যালেন।

১১তম ওভারে দলীয় ১৩৪ রানে পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদির বলে সাজঘরে ফিরেন অ্যালেন। ৬টি চার ও ৩টি ছক্কায় ২০ বলে ৫০ রান করেন অ্যালেন।

এরপর জেমস নিশাম ও মিচেল হে ৩ রান করে তুলে আউট হলে ১৪৯ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৩০ বলে ৫৬ রানের জুটিতে নিউজিল্যান্ডের রান ২শ পার করেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে নিউজিল্যান্ড। মিচেল ২৯ ও ব্রেসওয়েল ২৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন ব্রেসওয়েল।

পাকিস্তানের রউফ ৩টি ও আবরার ২টি উইকেট নেন।

আগের ম্যাচেই নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০৫ রানের টার্গেট স্পর্শ করেছিল পাকিস্তান। এবার ২২১ রানের টার্গেটে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটারা। ৯ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারেই চাপে পড়ে পাকিস্তান।

দশম ওভারে ৫৬ রানে অষ্টম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে পাকিস্তান। কিন্তু আব্দুল সামাদের লড়াকু ইনিংসে কোন মতে ১শ পার করতে পারে তারা। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে বড় হারের স্বাদ নেয় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। সামাদ ৩০ বলে ৪৪ এবং ইরফান খান ১৬ বলে ২৪ রান করেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ৪টি ও জাকারি ফকস ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অ্যালেন।

আগামী ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড

আপডেট সময় ০৮:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

ব্যাটিং-বোলিং নৈপুণ্যে এক ম্যাচ বাকী রেখেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল স্বাগতিক নিউজিল্যান্ড।

২৩ মার্চ রবিবার সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড ১১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। রান বিবেচনায় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বড় জয় নিউজিল্যান্ডের। সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়ে কিউইরা। সিরিজের প্রথম দুই ম্যাচ নিউজিল্যান্ড ও তৃতীয় ম্যাচ জিতেছিল পাকিস্তান।

মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ২৫ বলে ৫৯ রানের ঝড়ো সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। এরমধ্যে ৩টি চার ও ৪টি ছক্কায় ২২ বলে ৪৪ রান করে পাকিস্তানের পেসার হারিস রউফের শিকার হন সেইফার্ট।

দ্বিতীয় উইকেটে মার্ক চাপম্যানকে নিয়ে ২৫ বলে ৪৯ রানের জুটিতে নিউজিল্যান্ডের রানের চাকা সচল রাখেন অ্যালেন। ২টি করে চার-ছক্কায় চাপম্যান ১৬ বলে ২৪ রান করে আউট হলেও ১৯ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন অ্যালেন।

১১তম ওভারে দলীয় ১৩৪ রানে পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদির বলে সাজঘরে ফিরেন অ্যালেন। ৬টি চার ও ৩টি ছক্কায় ২০ বলে ৫০ রান করেন অ্যালেন।

এরপর জেমস নিশাম ও মিচেল হে ৩ রান করে তুলে আউট হলে ১৪৯ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৩০ বলে ৫৬ রানের জুটিতে নিউজিল্যান্ডের রান ২শ পার করেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে নিউজিল্যান্ড। মিচেল ২৯ ও ব্রেসওয়েল ২৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন ব্রেসওয়েল।

পাকিস্তানের রউফ ৩টি ও আবরার ২টি উইকেট নেন।

আগের ম্যাচেই নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০৫ রানের টার্গেট স্পর্শ করেছিল পাকিস্তান। এবার ২২১ রানের টার্গেটে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটারা। ৯ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারেই চাপে পড়ে পাকিস্তান।

দশম ওভারে ৫৬ রানে অষ্টম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে পাকিস্তান। কিন্তু আব্দুল সামাদের লড়াকু ইনিংসে কোন মতে ১শ পার করতে পারে তারা। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে বড় হারের স্বাদ নেয় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। সামাদ ৩০ বলে ৪৪ এবং ইরফান খান ১৬ বলে ২৪ রান করেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ৪টি ও জাকারি ফকস ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অ্যালেন।

আগামী ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।