
লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা, বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার কৃষক সমাজ। পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কৃষকদের, নানাবিধ ভর্তুকি দিয়ে সার-বীজ, যন্ত্রপাতি ও কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে, দেশের খাদ্য পুষ্টি পূরণে নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী জামালপুরের দেওয়ানগঞ্জে ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জিল বাংলা চিনিকল আখচাষী কল্যাণ সমিতির আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে সাধারণ সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে। তেমনি আখচাষীদের আগের মত আখচাষ করে চিনি শিল্পকে পুনরায় উজ্জীবিত করতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জিলবাংলা চিনিকল ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মান্নান মোল্লা, শফিকুর রহমান শিবলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে আখচাষী কল্যাণ সমিতির বিগতদিনে মৃত্যুবরণকারীদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।