
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সকালে আনন্দ শোভাযাত্রা শেষে পৌর হল মিলনায়তনে মেয়র মনির উদ্দিনকে সংবর্ধনা দেয় পৌর কর্তৃপক্ষ ও নাগরিকরা।
আনন্দ শোভাযাত্রাটি বাউসি বাজার থেকে বের হয়ে সরিষাবাড়ী-দিগপাইত-তারাকান্দি সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।
পৌরসভার সচিব আবু সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনির।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসস্ট্যান্ড মালিক সমিতির সভাপতি ও আরামনগর হাট কমিটির সভাপতি মোস্তাক আহমেদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, কাউন্সিল মোহাম্মদ আলী, রিপন মন্ডল, আব্দুল হক তরফদার প্রমুখ।