জামালপুর জেলা কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ জামালপুর জেলা ও পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২২ আগস্ট বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, সদস্য অধ্যাপক সুরুজ্জামান, রেজাউল করিম মামুন চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহর, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, পৌর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক রবিনুজ্জামান সম্রাট, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মুরসালিন জুয়েল, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক আর্কামুল ইসলাম মাজুসহ কৃষকলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভিন্ন প্রজাতির ১০০ গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ।

sarkar furniture Ad
Green House Ad