বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুছ ছালাম ব্যাপারী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
৭ আগস্ট সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের প্যোল্লাকান্দি ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুছ ছালাম প্যোল্লাকান্দি গ্রামের মৃত নাছির উদ্দিন ব্যাপারীর ছেলে।
জানা গেছে, ৭ আগস্ট সকালে কৃষক আব্দুছ ছালাম নিজের ভ্যান যোগে ঝালোর বাজারে পাট বিক্রি করতে যান। সেখান থেকে ভ্যান চালিয়ে ফিরে আসার সময় পোল্ল্যাকান্দি ব্রীজের ঢালুতে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের খুঁটির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে আব্দুছ ছালাম গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ নেয়ার পথে দুপুরে তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, আব্দুছ ছালাম নিজের ভ্যান চালিয়ে আসার পথে পোল্ল্যাকান্দি ব্রীজের ঢালে উল্টে আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে মারা যায়। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।