মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘নিরাপদ ফসলে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। ১ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলা ঈদগাহ মাঠে এই মেলার আয়োজন করা হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর এ মেলার আয়োজনে করে।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। সেই সাথে নার্সারি মালিকদের গ্রাহক পর্যায়ে সঠিক ও উন্নত মানের চারা সরবরাহের প্রতি আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. মো. ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় ঘুরতে আসা আদিপৈত এলাকার সোলায়মান ইসলাম বলেন, মেলায় ঘুরে অনেক ভালো লাগলো। গাছ কিনতে হলে অনেক নার্সারিতে যেতে হয় কিন্ত মেলায় অনেক নার্সারি থেকে গাছ আসায় একসাথে অনেক গাছ দেখলাম ও পছন্দ মতো কয়েকটি ফলের গাছ কিনলাম। মেলার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে ফিতা কেটে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলায় মোট ১২টি স্টল রয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে একটি মডেল গ্রামের প্রদর্শনী তৈরি করে দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের ফুল, ফল ও শোভাবর্ধনকারী অনেক গাছ নিয়ে এসেছেন নার্সারি মালিকরা। ৩ আগস্ট পর্যন্ত চলবে এই কৃষি মেলা।