জামালপুরে জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা

জামালপুরে জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।ছবি:মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সদর উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে জেলা মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মামুন অর রশিদ সরকার স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাবের আলী সরকারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সংগঠনকে গতিশীল করতে গঠনতন্ত্র অনুযায়ী প্রতিমাসে একটি করে হলেও বর্ধিত সভা করতে হবে। তাহলেই সংগঠনের প্রতি নেতাকর্মীদের টান থাকবে। সেই সাথে সাথে মাৎস্যজীবী লীগকে আরও সাংগঠনিক গতিশীল করার আহ্বান জানান।

বর্ধিত সভায় সদর উপজেলা মৎসজীবী লীগের কমিটি গঠন, পৌর মৎস্যজীবী লীগ, ইউনিয়ন মৎস্যজীবী লীগ ও বিভিন্ন উপজেলা মৎস্যজীবী লীগের কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।