ইসলামপুরে দুস্থ রোগীদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর চেক বিতরণ

দুস্থ রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৪ জন অসহায় ও দুস্থ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

২৪ মে জেলা পরিষদ ডাক বাংলা জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বাস্তবায়নে ও সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ জন রোগীর মাঝে ৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।