দেওয়ানগঞ্জের মোতালেব ফুলেছার দ্বিধা-দ্বন্দ্ব নিরসন

দেওয়ানগঞ্জ মডেল থানায় সালিশি বৈঠকে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একাধিক মামলার বাদী ও বিবাদীর দ্বিধা-দ্বন্দ্ব নিরসন হয়েছে। ৬ মে সকালে দেওয়ানগঞ্জ মডেল থানা হলরুমে সালিশি বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের মধ্য মিমাংসা হয়।

জানা গেছে, উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া এলাকার সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেনের সাথে একই এলাকার ফুলেছা বেগমের জমি সংক্রান্ত বিষয় নিয়ে রক্তক্ষয় সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ঘটনায় দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত একাধিক মামলা চলে আসছিল। বিষয়টি জামালপুর পুলিশ সুপারের দৃষ্টিতে এলে তিনি সরেজমিনে গিয়ে দু’পক্ষকে মিমাংসার জন্য তাগিদ দেন। জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নির্দেশনায় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরের প্রচেষ্টায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন ও ফুলেছা বেগমের জমি সংক্রান্ত দ্বিধা-দ্বন্দ্ব বহুদিনের আলোচিত একাধিক মামলা মোকাদ্দমা নিরসন হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানায় সালিশি বৈঠক।ছবি: বাংলারচিঠিডটকম

পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে এর সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’পক্ষের আইনজীবী এডভোকেট মোবারক হোসেন, এড. জাহাঙ্গীর আলম , এড. মীর মেহেদী হাসান, এড. রঞ্জিত কুমার উপস্থিত থেকে প্রয়োজনীয় কাগজ পত্র দেখার মাধ্যমে নিরসন করা হয়।

এসময় দেওয়ানগঞ্জের সমাজসেবক রেজাউল করিম বাবলু, পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুজ্জামান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আল লেমানসহ এলাকার সুধী মহল ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।