ইসলামপুরে ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থার সহযোগিতায় ৮ মার্চ উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থার প্রতিনিধি, উপকারভোগীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।