মেলান্দহে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২০ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকারচর এলাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা জুথী।

জানা গেছে, শ্যামপুর ইউনিয়নের টুপকারচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আখলাক (৪০) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আখলাক শ্যামপুর ইউনিয়নের প্রতাপ জুগরী এলাকার মুজিবুর খানের ছেলে।

অভিযানে মেলান্দহ থানার উপ-পরিদর্শক প্রভাষ চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন, অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।