বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি: জিএম ফাতিউল হাফিজ বাবু

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, এসিল্যান্ড মো. আতাউর রাব্বী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, মেডিকল অফিসার ডা. রিয়া সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মেরুরুচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় বাল্যবিবাহ রোধ করা, পৌর শহরে যানজট দূর করা, চুরি রোধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।