জামালপুরে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা চক্র

জামালপুরে আলোচনা চক্রে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির উদ্যোগে ‘ধনতান্ত্রিক বৈষম্যে বিপন্ন মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ: নাগরিক সমাজের করণীয় শীর্ষক’ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

৪ ফেব্রুয়ারি জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা চক্রে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। সভায় সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সরকার।

আলোচনা চক্রে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।ছবি:বাংলারচিঠিডটকম

আলোচনা চক্রে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাংবাদিক উৎপল কান্তি ধর, উপদেষ্টা আমির উদ্দিন উদ্দিন, আলী জহির, সাযযাদ আনসারী, সংস্কৃতি কর্মী মহব্বত ফকির, বিশিষ্ট রাজনীতিক আলমগীর হোসেন শাহজাহান, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, আইনজীবী আবুল বাশার, শিক্ষক মাহবুব আলম রতন, সাংবাদিক আনসারী সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতা ৫১ বছর পরও সাম্প্রদায়িকতার বিষবাষ্পে আচ্ছাদিত হয় বাংলাদেশ। একটা দেশ তখনই ভালো থাকে যখন সে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভালো থাকে। একদিকে স্বাধীনতার চেতনার কথা বলা হয় অন্যদিকে দুর্নীতি, লুটপাট, ভূমিদস্যুতা, লুটপাট আর আর গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়।

তিনি চরম বৈষম্যের কথা তুলে ধরে বলেন, একদিকে ৪০ তলা ভবন উঠে অন্যদিকে গৃহহীন থাকে হাজার হাজার মানুষ। অবৈধভাবে দ্রুত ধনী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মতো সুযোগ পৃথিবীর অন্য কোথাও নাই।

জামালপুরে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।ছবি:বাংলারচিঠিডটকম

জামালপুরের পেক্ষাপট তুলে ধরে অধ্যাপক রোবায়েত ফেরদৌস আক্ষেপের সাথে বলেন, পদ্মাসেতুর মতো মেগা প্রকল্প সমাপ্ত হলেও জামাপুরে আধা কিলোমিটার ওভারপাস পাঁচ বছেরও শেষ হয় না। শহরের যানজট নিরসনে কোন পদক্ষেপ নাই।

সম্মিলিত সামাজিক আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, এখানে দাঁড়িয়ে এলাকার নানাবিদ সমস্যা, এলাকার দুর্নীতি, দুবৃত্তায়ন বন্ধ করতে, নদী দখল, ভূমি দখলসহ সামাজিক অপরাধ বন্ধ করতে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে তিনি বলেন, উদ্বোধন, সভা, সেমিনার কোন নিউজ না, সরকার বা প্রশাসন যে তথ্য গোপন রাখেন তা টেনে হিছড়ে বের করে এনে জাতির সামনে প্রকাশ করার নামই সাংবাদিকতা। ঝুঁকি নিতে না পারলে সাংবাদিকতা পেশায় আসার দরকার নাই।