বকশীগঞ্জে পানিতে ডুবে ও অটোরিকশার ধাক্কায় দুই কন্যা শিশুর মৃত্যু!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কা ও উঠানে গর্তের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর বিকালে ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়নের মনু মিয়ার শিশু কন্যা মাহি আক্তার (৩) বিকালে নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর মনু মিয়ার উঠানের গর্তের পানিতে তার মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে বিকাল সাড়ে ৪টায় একই গ্রামের আব্দুল আজিজের শিশু কন্যা আফিয়া আক্তারকে (২) তার বাড়ির পাশের রাস্তার ওপর একটি অটোরিকশা ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আফিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম পানিতে ডুবে ও অটোরিকশার ধাক্কায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।