দেওয়ানগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবসে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ইউএনও কামরুন্নাহার শেফা, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুজকাওয়াজ প্রদর্শনী, বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, শহীদদের আত্মায় মাগফেরাত কামনায় মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।

দেওয়ানগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।ছবি: বাংলারচিঠিডটকম
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধারের সংবর্ধনা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ইউএনও কামরুন্নাহার শেফা, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু।ছবি: বাংলারচিঠিডটকম

কুজকাওয়াজ প্রদর্শনী ও সালাম গ্রহণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ ও বীর মুক্তিযোদ্ধাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।