ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রিটিশ রাজনীতিবিদ ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট সহকর্মী এমপিদের কাছ থেকে প্রয়োজনীয় ১০০টি মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ায় সুনাকই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।

‘সিনিয়র ব্যাকবেঞ্চার গ্রাহাম ব্র্যান্ডি বলেছেন, মর্ডান্ট সাবেক অর্থমন্ত্রীর পক্ষে তার ‘পূর্ণ সমর্থন’ দিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ২৩ অক্টোবর সরে দাঁড়ানোর পর সুনাক ও মর্ডান্টের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু এক পর্যায়ে মর্ডান্ট তার সহকর্মী এমপিদের প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোন বাধা থাকলো না।

সুনাকের পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়।

রাজা চার্লস তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের নাম ঘোষণা করবেন।