ইসলামপুরে চারটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলায় ৪ সেপ্টেম্বর চারটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বিদ্যালয় চারটি হচ্ছে- উপজেলার দক্ষিণ চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেপরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শশারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সময় প্রতিমন্ত্রী চলমান উন্নয়ন ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

জানা গেছে, পিইডিপি প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে, এলজিইডি তত্ত্বাবধানে প্রতিটি একাডেমিক ভবন প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি শাহাদত হোসেন স্বাধীন, আব্দুর রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।